টেকনাফে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৩:৫২ পিএম


টেকনাফে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত 
ছবি : সংগৃহীত

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের মোচনী বাজার মহাসড়কে ট্রাকচাপায় পড়ে মোটরবাইক আরোহী মো. মনিরুল আজম (৫৪) নামে এক এনজিও কর্মী মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর নিয়ে জানা যায়, নিহত এনজিও কর্মী টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলা-জার্মান সম্প্রীতি’ (বিজিএস) এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় কক্সবাজারগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা এনজিও কর্মকর্তার বাইককে ধাক্কা দেয়। এ সময় মোটরবাইকটি সড়কের ওপর পড়ে গেলে ঘাতক ট্রাকের চালক পড়ে যাওয়া বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর বাইকটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি এনজিও কর্মকর্তার শরীরের অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরির্দশক (এসআই) আবুল হোসাইন জানান, হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে আইনি কার্যক্রম শেষ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission