• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার করল পুলিশ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১৭:৩২
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের শেষ মুহূর্তে পৌরশহরের দেবগ্রাম ভোট কেন্দ্র থেকে প্রকাশ্যে কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তার ছোট ভাই শাহীন মোল্লা লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বাক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ পুকুরের থেকে ভাসতে থাকা ব্যালট বাক্সটি উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় তিনি ব্যালটবক্সটি দেখে এর ভোটগুলো অক্ষত অবস্থা থাকায় তা গণনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় বন্যার্তদের অর্থ সহায়তা দিলো হেফাজতে ইসলাম
আখাউড়ায় অতিরিক্ত মদপানে অটোরিকশাচালকের মৃত্যু
আখাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 
সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা