হাড্ডাহাড্ডি লড়াই করে বিশ্বম্ভপুরে রফিক জয়ী
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকার।
মঙ্গলবার (২১ মে) জেলা রিটার্নিং অফিস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বা কাউকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এ খবর জানা গেছে।
প্রার্থীদের এজেন্ট ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলাম তালুকদার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র ৪৪৫ টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৬০ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বর্মন ঘোড়া প্রতীকে ১৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বলে জানা যায়।
তবে বেসরকারিভাবে ফলাফল পেতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন