• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মহম্মদপুরে মান্নান ও শালিখায় শ্যামল কুমার দে বিজয়ী

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ২১:২৬
ছবি : আরটিভি

মাগুরার দু’টি উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা মাগুরা মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবদুল মান্নান ও শালিখা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শ্যামল কুমার দে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) জেলা রিটার্নিং অফিস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বা কাউকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এ খবর জানা গেছে।

প্রার্থীদের এজেন্ট ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা গেছে, মহম্মদপুর উপজেলায় ৬৪টি ও শ্রীপুর উপজেলায় ৫৪টি কেন্দ্র ৮৫০টি বুথে ভোট গ্রহণ হয়। মহম্মদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৩৬২জন ও শালিখা উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫০শতাংশ।

নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। ভোট চলাকালে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতিতে নতুন মেরুকরণ, শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ
আ.লীগের অস্তিত্ব বাংলার জনগণ আর কখনো মেনে নিবে না: মুহাম্মদ শাহজাহান 
স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮
পিরোজপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার