• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

উপজেলা নির্বাচনে শরীয়তপুর সদর ও জাজিরায় নতুন মুখ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ২২:০৬
ছবি : আরটিভি

শরীয়তপুরে দ্বিতীয় ধাপের দুটি উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ঘোড়া প্রতীকে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান (উজ্জ্বল) আখন্দক। জাজিরা উপজেলার বাসিন্দারা নতুন চেয়ারম্যান হিসেবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে বেছে নিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোটগণনা শেষে এই দুই উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস।

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭১৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৭০টি কেন্দ্রর ৫০১ টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। ভোটগণনা শেষে দেখা যায়, ঘোড়া প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান (উজ্জ্বল) আখন্দক ৪১ হাজার ৫৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইক প্রতীকের প্রার্থী মো. নূরুল আমিন কোতোয়াল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট। অপর প্রার্থী মো. বিল্লাল হোসেন দিপু মিয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৬৭ ভোট।

জাজিরা উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৮০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৫টি কেন্দ্রর ৪৬২ টি কক্ষে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের এস এম আমিনুল ইসলাম রতন পেয়েছেন ৩৩ হাজার ১৫৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে হাসপাতালে রোগীর স্বজনদের হামলা, জরুরি সেবা ছাড়া সব বন্ধ
ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ৩ সহকারী শিক্ষক বরখাস্ত
শরীয়তপুরে শহীদ পরিবারের পাশে জামায়াত
শরীয়তপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮