উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৮ হাজার ১শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নবী নেওয়াজ খাঁন বিনু হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট।
অপরদিকে বেসরকারি ফলাফলে তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১শত ৩১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬ শত ২৭ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার গণপতি রায় বেসরকারিভাবে জেলার উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় তিন পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেইসঙ্গে তিন পদে ২২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় তিন পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন।
১৫৬ উপজেলার মধ্য ২৪ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৩২ উপজেলায় ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা।