• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

মৌলভীবাজারে প্রিজাইডিং কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি

  ২৩ মে ২০২৪, ১২:০০
রাজনগর থানা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বে অবহেলার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। তারা হলেন প্রিজাইডিং অফিসার আকাশ দাশ ও সহকারী প্রিজাইডিং অফিসার জাকির হোসেন।

বুধবার (২২ মে) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। অপর দুই ব্যক্তি পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক।

তিনি জানান, উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে মামলা করেন৷

পলাতক রয়েছেন, পোলিং অফিসার জাকির আহমদ ও আসমা বেগম।

তাদের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার (২১ মে) রাজনগর উপজেলা নির্বাচনে পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের ভোট দিতে তারা সহযোগিতা করেছে। সেই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলা এবং নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসার আটক
নির্বাচনী দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
২ ঘণ্টায় ৩ ভোট