• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে’

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১৯:৪০
‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে’
ছবি : আরটিভি

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (২৪ মে) বিকেলে দিনাজপুর জেলা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে, এটা সংবিধানে নিশ্চিত করা আছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা।

এর পাশাপাশি বিচারপ্রার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি আরও বলেন, বিচারপ্রার্থী ও বিচার সংশ্লিষ্ট কাজে দিনাজপুরে বিভিন্ন আদালতে আসা নাগরিকদের বিশ্রামের জন্য নির্মিত বহুমুখী আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার হচ্ছে ‘ন্যায়কুঞ্জ’।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম, জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এ বিষয়ে দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন আরটিভিকে বলেন, ‘ন্যায়কুঞ্জের আয়তন এক হাজার বর্গফুট। অত্যাধুনিক নান্দনিক স্থাপত্য শৈলীতে ডিজাইন করা সুপরিসর আধুনিক বিশ্রামাগার ন্যায়কুঞ্জে একত্রে ১০০ জন বিচারপ্রার্থীদের বসার জায়গা, ওয়াশরুম, ব্রেস্ট ফিডিং কর্ণার, সুপেয় পানির ব্যবস্থা, নারী ও শিশুদের জন্য আলাদা কক্ষে বসার ব্যবস্থাসহ বহুমুখী সুবিধা থাকবে।’

এ সময় ন্যায়কুঞ্জের নির্মাণে ৫২ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
নতুন বছরে বিচার বিভাগ স্বাধীনতার সুফল ভোগ করবে
সরকারের কাছে ন্যায়বিচার চেয়ে যা বললেন আলাল