• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিছানায় পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ, আড়ায় ঝুলছিল স্বামী

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ০৮:৪১
ফাইল ছবি

খুলনার বটিয়াঘাটায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাকিরন বেগমকে (২৮) হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী আজাদ মোল্লা (৪০)।

শুক্রবার (২৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ভান্ডারকোর্ট এলাকার বাসিন্দা আজাদ মোল্লা প্রায় এক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টাও করতেন। তিন-চারদিন আগেও তিনি ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় তার স্ত্রীসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।

শুক্রবার প্রতিবেশী ওহাব ফকির তার বাড়িতে কাজ করতে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। তারা দরজা ভেঙে ভেতরে দেখেন বিছানায় সাকিরুনের মরদেহ এবং আড়ার সঙ্গে তার স্বামী আজাদ ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, আজাদ মোল্লাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রীর মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আজাদ আত্মহত্যা করেছেন।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আজাদ আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি সাবজেল হোসেন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড