• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় রেমাল

বাড়ল শাহ আমানত বিমানবন্দর বন্ধের সময়

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ২১:৩২
বিমানবন্দর
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের সময় আরও ৯ ঘণ্টা বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ মে) ভোর ৫টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারফিল্ডের স্থগিতাদেশ এবং এর রানওয়ে বন্ধের সময় সোমবার ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ সম্পদ রক্ষা এবং জনশক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা