ঘূর্ণিঝড় রেমাল: ভোলায় ঘরচাপায় এবার শিশুর মৃত্যু
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড ভোলার দৌলতখান। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। এরইমধ্যে ঝড়ের কবলে এক নারীর মৃত্যুর পর ঘরচাপা পড়ে মাইশা (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মাইশা দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে মনির হোসেন তার বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে তার বসতঘরে পড়ে। ওই সময় ঘরচাপা পড়ে মাইশার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে তাদের পরিবারের আরও তিনজন আহত হন।
নিহতের বাবা পাগলপ্রায় মনির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়লে আমার মেয়ে ঘরচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল।
তিনি বলেন, দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ঘরচাপা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও লালমোহনের পশ্চিম চরউমেদ গ্রামে ঘরচাপা মনেজা খাতুন নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
মন্তব্য করুন