• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ১৪:৪৯
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে চাঁদপুর জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন করা হয়েছে। সৃষ্ট এই ঘূর্ণিঝড়ে নদীপথে দুর্ঘটনা এড়াতে রোববার বিকেল সাড়ে ৩টার পর থেকে নরসিংহপুর ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘আমাদের ঘাট থেকে সর্বশেষ রোববার সাড়ে তিনটা বাজে একটি ফেরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল সাড়ে ৫টা বাজে চাঁদপুর থেকে একটি ফেরি ছেড়ে আমাদের ঘাটে এসে পৌঁছায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত
কেরানীগঞ্জ থেকে শিশু অপহরণ, শরীয়তপুরে উদ্ধার 
শরীয়তপুরে কৃষকদল নেতার গাড়িবহরে হামলা, আহত ৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু