• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ক্লাস চলাকালীন স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ১৭:২২
সদর দক্ষিণ থানা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিদ্যালয়ে ক্লাস চলাকালীন পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের ৭ তলার লিংটার ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা পৌনে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকায় নুর আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম সাগর ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের অলি হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায়। ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন ৭ তলা ভবনের একটি লিংটার ভেঙে ওই বিদ্যালয়ের টিনশেডের চালে পড়ে। এতে চাল ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় ওই ক্লাসে থাকা শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনের লিংটার বিদ্যালয়ের চালে পড়লে তা ভেঙে শিক্ষার্থীর মাথায় পড়ে গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
মোহামেডানকে ২ বছর পর হারাল আবাহনী
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮
কুমিল্লায় প্রকাশ্যে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্রের মহড়া