• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ঘূর্ণিঝড় রেমাল

বাগেরহাটে ভেসে গেছে ৩৫ হাজার মাছের ঘের, ক্ষতি ৭৩ কোটি টাকা

আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ১৮:৫৭
মাছের ঘের
ছবি: সংগৃহীত

উপকূলীয় জেলা বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানিতে বিভিন্ন অঞ্চলের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসঙ্গে ভেসে গেছে জেলার প্রায় ৩৫ হাজার মাছের ঘের। এতে প্রায় ৭৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস কর্মকর্তা এ এস এম রাসেল।

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঝড়ের কারণে জেলার অন্তত ৪৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, ঝড়ে হাজার হাজার গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো জেলা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন। জেলার প্রায় শতাধিক গ্রাম ছয় থেকে আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

তিনি আরও জানান, ঝড়ের কারণে পানিবন্দি হয়ে পড়েছ অন্তত ৫০ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজার হেক্টর জমির ফসল।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের মৃত্যু
বাগেরহাটে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা 
যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস চালানোর আহ্বান