• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৫ 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৪:৩৭
অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৫ 
ছবি : আরটিভি

চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেওয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় ৭টি অটোরিকশা, ৪টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

গ্রেপ্তারকৃত হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মো. শহিদুল ইসলাম ওরফে জাবেদ (২৬) মো. শরীফ (২৫), মো. রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার মো. আমির হোসেন (৩২) ও মো. সোহাগ হোসেন (২৫)। গেলো কয়েকদিন ধরে কোতোয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা গত ১৭ মে কুমিল্লার টিক্কারচর এলাকার পড়ান নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।’

পুলিশ সুপার আরও বলেন, এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কম দামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা গেলেও মূলহোতারা এখনও আত্মগোপনে আছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিকশাচালককে হত্যা, দুই সহোদর গ্রেপ্তার
রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষ, নিহত ১ 
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২