• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাজশাহীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৫:৪৫

রাজশাহীর দুটি উপজেলা পরিষদে নির্বাচন বুধবার। কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থী রয়েছেন।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন।

পবা উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখ্যা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা ভোটার রয়েছেন এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

এ দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জনের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মোহনপুর উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫টি যেখানে মোট ভোট কক্ষের সংখা ৩৪৬টি, মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭০৪ জন, এবং নারী ভোটার সংখ্যা ৭২ হাজার ৮৩৯ জন।

সবগুলো কেন্দ্রে ২টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার বেলা ১১টা থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সেগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ আনসার ও পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা 
তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক