• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

চাঁদপুর থেকে লঞ্চ-ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৬:২৮
ছবি : আরটিভি

চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ও অন্যান্য নৌযান এবং হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টা থেকে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে চাঁদপুর থেকে শনিবার (২৫ মে) রাত ১২টায় লঞ্চসহ সবধরনের নৌযান এবং রোববার (২৬ মে) বিকেল ৫টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন এবং বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ শনিবার রাত ১২টায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ফেরিঘাটের ক্ষতিগ্রস্ত পন্টুনগুলো মেরামত করে দুপুর ১টায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ
চাঁদপুরে দুই সপ্তাহে সাপের কামড়ে আহত অর্ধশত
চাঁদপুরে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু  
চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত