• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

আনসার সদস্যদের হাত-পা বেঁধে ব্যাংকে ডাকাতির চেষ্টা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ২৩:৩৩
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে সোনালী ব্যাংকে দুই আনসার সদস্য ও নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভোল্ট ভাঙতে না পেরে আনসার সদস্যদের মোবাইল ও টাকা ছিনতাই করে তারা।

সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহাদত হোসেন জানান, গেল রাতে ঝড়-বৃষ্টির কারণে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে ব্যাংকের নৈশপ্রহরী আব্দুর রহমানের হাত, পা, মুখ, বেঁধে পার্শ্ববর্তী বিআরডিসি অফিস চত্বরে বেঁধে রাখে। পরে ডাকাত দল সোনালী ব্যাংক ও মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন হোসেন ও ফরহাদ হোসেনের হাত-পা ও মুখ বেঁধে ভোল্ট রুমে প্রবেশ করতে গেলে ব্যর্থ হয়। ডাকাতি করতে ব্যর্থ হওয়ার পর আনসার সদস্যের মোবাইল ও তাদের কাছে থাকা ২৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা থেকে ব্যাংকের একটি দল আসার পর মামলা করা হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ (ওসি) গণমাধ্যমকে বলেন, তিন-চারজন ব্যাংকের ভোল্ট ভাঙতে ব্যর্থ হন। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা ডাকাত দল নিয়ে যেতে পারেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়া জেলা ছাত্রদল ও যুবদলের কমিটি বিলুপ্ত
স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড 
বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৮২ জনের নামে মামলা
বগুড়ায় যুবলীগ সভাপতি-সম্পাদকসহ ১৪১ জনের বিরুদ্ধে মামলা