ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. তানজিল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার।
নিহত তানজিল নবীনগর কাইতলা এলাকার মো. জুয়েল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ রাত আটটার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন ৩ মোটরসাইকেল আরোহী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তানজিন নামে এক যুবক নিহত হন। আহত হন উপজেলার আড়াইবাড়ী এলাকায় অলিমিয়া ও শাওন নামে দুই আরোহী। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুই আরোহী অলিমিয়া ও শাওনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় আহত হন অপর দুজন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।