• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পিরোজপুরে রেমালের তাণ্ডবে ৫ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ০৯:৫১
ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন গাছচাপায় ও দুজন পানিতে ডুবে মারা গেছেন। পাশাপাশি ৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)। ভান্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকায় দিহান (৩) নামে এক শিশু ও পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মো. হাসান নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা ৫৬১টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ২৭৩ জন মানুষ আশ্রয় নেয়। তাদের খাবারসহ নানা সহযোগিতা করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ৫০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

নদী পাড়ে বেড়িবাঁধের যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চল এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
বন্ধুত্ব পাতিয়ে খাইয়ে দিতেন সায়ানাইড, ভয়ানক সেই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড 
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১