• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ১০:১৪
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছবি : সংগৃহীত

তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে চলছে ভোটগ্রহণ।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপজেলায় ভোটাররা ভোট দিচ্ছেন ব্যালটের মাধ্যমে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাাঁচজন, ভাইস-চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলায় ২১টি ইউনিয়নে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে একজন ছাড়া আর কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়নি। তাই সকালে ভোটের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অলস সময় কাটাতে দেখা গেছে।

তবে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আশানুরূপ হতে পারে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু
লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
লক্ষ্মীপুরে শফিউল বারী বাবুর কবর জিয়ারত ও দোয়া
সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর