• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় প্রার্থীর নির্বাচনী বুথে পৌর কাউন্সিলর আটক 

আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ১০:৩৩
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ভোটকেন্দ্রের বাহিরে প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহির থেকে তাকে আটক করা হয়।

শুভ ইমরান শাজাহানপুর উপজেলা নির্বাচনে আনারস মার্কার প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রের বাহিরে কাজ করছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুভ ইমারন বহিরাগত হওয়ায় তাকে আটক করা হয়েছে। বাহিরের কেউ কেন্দ্রের আশপাশে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 
৩৩ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ১
ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক
হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক