• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

ঝিনাইদহে চিশতিয়া তরিকার অনুসারীকে গলা কেটে হত্যা 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ১৬:০২
ঝিনাইদহে চিশতিয়া তরিকার অনুসারীকে গলা কেটে হত্যা 
ছবি : আরটিভি

ঝিনাইদহের মহেশপুরে চিশতিয়া তরিকার অনুসারী শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ মে) রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিলো। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়।

খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার (২৯ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ইমরান জাকারিয়া।

তিনি বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা শুনে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে শাহাজাহান ফকিরকে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেক বিতরণ 
পুকুরে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
মেছো বিড়াল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১