• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

ঝড়ের মধ্যে হাওরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ২১:৩১
ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শামসুন্নাহার (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওর (বেকি বিল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা শামসুন্নাহার কয়েক দিন আগে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিন নাতি-নাতনিকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিল পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় হাওরে থাকা স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহাকে মৃত ঘোষণা করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম: সভাপতি সোহেল, সম্পাদক তানভীর
কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত