• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৩ প্রতারক গ্রেপ্তার 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ২৩:১৩
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টায় শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মাহফুজুর রহমান রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুরের বিরল উপজেলার মোখলেছপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৫৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামের মৃত আছের আলীর ছেলে আলা উদ্দিন (৪৪) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রুবেল হোসেন (৩৪)। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য একটি মোবাইল কেস, একটি নোটবুক, তিনটি মোবাইল সেট, একটি ড্রাইভিং লাইসেন্সসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘবদ্ধ প্রতারক চক্রের কতিপয় সক্রিয় সদস্য অবস্থান করছে। তারা গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেট পড়ে ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারন করে স্থানীয়দের নিকট থেকে পূর্বে পুলিশী ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আদায় করতেছে। র‌্যাব সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়দানকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দলনেতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা পর্যন্ত র‌্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশদেরকে থানায় হস্তান্তর করেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীপুরে দোকানে হামলা, অপরাধীদের ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
শ্রীপুরে কারখানায় আগুন, নিহত ৩ জনের পরিচয় মিলেছে
শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত