• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ওপরের বাটিতে মুরগির মাংস, নিচে ভাতের সঙ্গে গাঁজা!

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ২৩:৪৭
ছবি : সংগৃহীত

কুমিল্লায় টিফিনে করে মাংস ও ভাতের সঙ্গে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় হেলেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাস থামিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হেলেনা বেগম বরগুনার বেতাগী এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা করেছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি টিফিন ক্যারিয়ার দেখে সন্দেহ হয়। পরে এটি খুলে দেখা যায়, ওপরের বাটিতে রান্না করা মুরগির মাংস। নিচে তিনটি বাটিতে গাঁজা রেখে ওপরে ভাতের আবরণ দেওয়া। এটি প্রথম দেখায় যে কেউ ভাববেন কারও জন্য রান্না করা খাবার নেওয়া হচ্ছে। পরে টিফিন ক্যারিয়ার এবং তার কাছে থাকা অপর একটি ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, হেলেনা বেগম কুমিল্লা থেকে বিভিন্ন মাদবদ্রব্য বরগুনায় নিয়ে বিক্রি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন
টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী
৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ