• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

অটোরিকশাচালক হত্যা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ০৯:৫২
অটোরিকশাচালক হত্যা, যুবকের ১০ বছরের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

ফরিদপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. আশিক শেখ (১৮)।

বৃহস্পতিবার (৩০ মে) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি আশিক।

আশিক ফরিদপুর সদর উপজেলার ডাঙ্গি এলাকার মজিবর শেখের ছেলে।

জানা যায়, হত্যার ঘটনার সময় আসামি আশিক শেখের বয়স ১৬ ছিল। তবে রায়ের সময় আদালত ওই যুবকের বয়স ১৮ পার হওয়ায় আগেই কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকা আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) স্বপন পাল।

তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আশিক শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতদের চিনে ফেলায় যুবককে হত্যা
শ্বশুর বাড়িতে যুবকের মৃত্যু
প্রকাশ্যে নারীকে পিটিয়ে হত্যা, যুবক আটক
অস্ত্র-রাইফেলসহ ২ যুবক আটক