• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

শিয়ালের কারণে ২৫ মিনিট বিলম্বে নামল ফ্লাইট

আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ১০:৪৯
ছবি : সংগৃহীত

রানওয়েতে শিয়াল ছুটোছুটি করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট বিলম্বে অবতরণ করেছে।

শুক্রবার (৩১ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি নামানোর সময় পাইলট রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখেন। এমন পরিস্থিতিতে বিমানটি অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। এরপর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শেয়ালটিকে তাড়িয়ে দেন। যে কারণে প্রায় ২৫ মিনিট বিলম্বে বিমানটি অবতরণ করে।

তবে বিমানবন্দর নিরাপত্তা দেওয়াল ভেদ করে কীভাবে শেয়াল রানওয়েতে এলো, তা নিয়ে সবার মনে প্রশ্ন।

বিষয়টি বড় ধরনের কিছু না বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোমাতঙ্ক, ২৩৯ আরোহী নিয়ে ভারতীয় ফ্লাইটের জরুরি অবতরণ
শিয়ালের কামড়ে আহত ৩০
জাপানের বিমানবন্দরে বোমা বিস্ফোরণ, ৮৭ ফ্লাইট বাতিল
ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি