• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিয়ালের কারণে ২৫ মিনিট বিলম্বে নামল ফ্লাইট

আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ১০:৪৯
ছবি : সংগৃহীত

রানওয়েতে শিয়াল ছুটোছুটি করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট বিলম্বে অবতরণ করেছে।

শুক্রবার (৩১ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি নামানোর সময় পাইলট রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখেন। এমন পরিস্থিতিতে বিমানটি অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। এরপর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শেয়ালটিকে তাড়িয়ে দেন। যে কারণে প্রায় ২৫ মিনিট বিলম্বে বিমানটি অবতরণ করে।

তবে বিমানবন্দর নিরাপত্তা দেওয়াল ভেদ করে কীভাবে শেয়াল রানওয়েতে এলো, তা নিয়ে সবার মনে প্রশ্ন।

বিষয়টি বড় ধরনের কিছু না বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ: তৌফিক হাসান
ঘনকুয়াশায় ঢাকার ফ্লাইট নামবে চট্টগ্রাম-সিলেটে
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন