ঝড়ের কবলে উল্টে গেল নৌকা, নারী নিহত
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনায় মেয়ের বাড়ি বেড়ানো শেষে নাতি-নাতনি নিয়ে ফেরার পথে ঝড়ের কবলে নৌকা ডুবে প্রাণ গেল শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার কিছুদিন আগে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে, তিন নাতি-নাতনিকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিল পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় হাওরে থাকা স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।
তিনি বলেন, ‘রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিলে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এতে শামছুন্নাহার নামের এক নারী মারা গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন