• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

রেলওয়ে ডিজির পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ২২:২০
ছবি : আরটিভি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৩১ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তার নামে মামলা দায়ের করা হয়।

ওয়াজকুরুনী নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে।

সৈয়দপুর পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবী ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলেন। সেই আইডি ব্যবহার করে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নিতো। পরবর্তীতে টিকেট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করতেন। প্রতারণার এ বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের নজরে আসে। পঞ্চগড়ের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে প্রতারক ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার
ভুয়াদের চিহ্নিত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম
কারাগারে দিলীপ: নকল হীরার সিন্ডিকেটের খোঁজে গোয়েন্দারা
জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ৩