• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পেকুয়ায় খালে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জুন ২০২৪, ১৩:০২
পেকুয়ায় খালে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় খালে ডুবে মনিরা বেগম (৩) ও মুন্নি বেগম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা এলাকার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

জানা গেছে, নিহত মুন্নি একই এলাকার দিনমজুর জহির উদ্দিনের মেয়ে এবং নিহত মনিরা বেগম টইটং ইউনিয়নের ছনখোলার জুম এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু।

তিনি বলেন, সকালে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে খালে খেলতে চলে যায় দুই শিশু। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলে খালের ধারে ভেসে ওঠে তাদের মরদেহ। পরে তাৎক্ষণিক তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালীগঞ্জে নদে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু
শরীয়তপুরে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু