• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গুলি, কলেজছাত্র গুলিবিদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জুন ২০২৪, ১৩:১৯
সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গুলি, কলেজছাত্র গুলিবিদ্ধ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন এক কলেজছাত্র।

শুক্রবার (৩১ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র।

শনিবার (১ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক।

তিনি জানান, শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করেন শওকত। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি গিয়ে লাগে দোকানে বসে থাকা কলেজছাত্র আল আমিনের পায়ে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে দুদকে ২ মামলা
বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা