• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

দৌলতদিয়ায় পদ্মার ২২ কেজির পাঙাশ ৩১ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জুন ২০২৪, ১৭:০০
ছবি: আরটিভি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ। মাছটি জেলের কাছ থেকে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনে নিয়েছে স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

শনিবার (১ জুন) সকালে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

এর আগে শনিবার ভোররাতে আরিচা ও গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনার নিচ থেকে জেলে আনিস হালদারের জালে মাছটি আটকা পড়ে।

জানা গেছে, জেলে আনিস হালদার দলবল নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যায়। তারা ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বসে থাকে। হঠাৎ তাদের জালে জোড়ে একটা ধাক্কা লাগে। পরে তারা দলবল নিয়ে জাল উঠিয়ে দেখতে পায় বড় একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা ভোরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে এসে ওজন দিয়ে দেখে মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনে নেন।

চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, উন্মুক্ত নিলামে মাছটি ১৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনেছি। এখন এক হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে। কিন্তু এভাবে পদ্মার বড় বড় রুই, কাতলা ও পাঙাশ জেলের জালে ধরা পরে বিক্রি হলে এক সময় নদীতে আর এ সব মাছ পাওয়া যাবে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
জেলের জালে ধরা পড়লো ১৪ কেজির পাঙাশ
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
পদ্মায় এত পাঙাশ কখনো দেখেননি জেলেরা