• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

৪ মাসের কন্যাসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আরটিভি নিউজ

  ০২ জুন ২০২৪, ১০:৩৫
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় চার মাস বয়সী মেয়েকে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন এক মা।

শনিবার (১ জুন) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠিয়েছে।

এর আগে, শনিবার দুপুরে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম (৩৫) প্রথমে তার চার মাস বয়সী বাচ্চা জান্নাতুল ফেরদৌসীকে বিষপান করিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও বিষপান করে করেন। তবে কী কারণে রোজিনা বেগম মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন সঠিক কারণ জানা যায়নি।

পারিবারিকভাবে দাবি করা হচ্ছে, রুজিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও নিজের শিশুকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করেছেন।

রোজিনা বেগমের স্বামী আকবর হোসেন বলেন, আমার স্ত্রীর দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। আমি কাজে বাইরে গেলে সবার অজান্তে আমার চার মাসের শিশু ও স্ত্রী বিষপান করে আত্মহত্যা করে।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। সবার অজান্তে নিজ সন্তানকে বিষপান ও নিজে বিষপান করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি আত্মহত্যার মামলা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কী কারণে এমন ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত
থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার 
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত
গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান