নওগাঁয় ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে পুলিশ
সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ।
রোববার (২ জুন) সকালে শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
এ সময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সঙ্গে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। সে সঙ্গে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলের শুভেচ্ছা
এরপর শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এ ছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
এই কার্যক্রম চলমান থাকবে ও পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন