• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সন্তান জন্মের আনন্দে ছাগল-ব্যান্ডপার্টি নিয়ে কবিরাজের বাড়িতে গৃহবধূ!

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুন ২০২৪, ২২:১৬
গৃহবধূ
ছবি: আরটিভি

চিকিৎসায় সন্তান হয়েছে দাবি করে মানত পূরণে ছাগল-মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করেছেন ফরিদপুরের রানু আক্তার (৩২) নামে এক গৃহবধূ।

রোববার (২ জুন) দুপুরে ছেলে ইসমাইলকে সঙ্গে করে ছাগল-মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে যান তিনি। কবিরাজের হাতে মুখে ভাত দেয়ান ছেলেকে।

জানা গেছে, রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতবরপাড়ার কবিরাজ নাজমা বেগমের বাড়িতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। রানু আক্তার ফরিদপুর সদরের গোয়ালের টিলা নিমাই সেকের পাড়ার নুরুজ্জামান সেকের স্ত্রী।

রানু আক্তার জানান, ১৫ বছর আগে তার গর্ভে এক মেয়ে সন্তান জন্ম নেয়। এরপর থেকে তার আর কোনো সন্তান হচ্ছিল না। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। ঢাকায় বড় বড় ডাক্তার দেখিয়েও তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না। বরং ডাক্তাররা বলেছিলেন, তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

এরপর তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রমজান মাতবরপাড়ার কবিরাজ নাজমা বেগমের শরণাপন্ন হন। মানত করেন সন্তান হলে ছাগল-মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করবেন। নাজমার চিকিৎসায় সাত মাস আগে জন্ম দেন এক ফুটফুটে ছেলে সন্তান। তাই মানত পূরণে রোববার দুপুরে ছেলে ইসমাইলকে সঙ্গে করে ছাগল-মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে যান তিনি। কবিরাজের হাতে মুখে ভাত দেয়ান ছেলেকে।

কবিরাজ নাজমা বেগমের জানান, গত ১০ বছর ধরে জিনের মাধ্যমে কবিরাজি করে আসছেন তিনি। তার চিকিৎসায় এ পর্যন্ত ২৫টি নিঃসন্তান দম্পতির ঘরে সন্তান জন্ম হয়েছে। এ ছাড়াও বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেন তিনি।

অবশ্য তার এ কথার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন, থানায় মামলা
বসতবাড়ির রান্নাঘরে ফেনসিডিল, গৃহবধূ গ্রেপ্তার
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১
বিয়ের এক মাস পরেই তালাবদ্ধ ঘরে মিলল গৃহবধূর মৃতদেহ, স্বামী পলাতক