• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

স্কুলে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কা, প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০২ জুন ২০২৪, ২৩:১৯
আনিকা আক্তার
ছবি: আরটিভি

চাঁদপুরে ইজিবাইকের ধাক্কায় আনিকা আক্তার (৬) নামের প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) মতলব উত্তর উপজেলায় লুধুয়া গ্রামে মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আনিকা আক্তারের বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামে। সে ওই গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছোট মেয়ে। আনিকা স্থানীয় লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, আনিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। সে গ্রামের বায়তুল আকসা জামে মসজিদের সামনে মতলব-ছেংগারচর সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে আনিকা আহত হয়। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৩ নারী দালালকে কারাদণ্ড
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা
চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা