• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

দেশে ফেরার পথে বিমানে প্রবাসীর মৃত্যু

আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ১২:০৬
ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।

সোমবার (৩ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র।

জানা যায়, কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।

বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ৩৫ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়। এ ছাড়া একটি ফ্রি অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, আমরা তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। তার হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এবং একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা 
রেমিট্যান্স পাঠানোয় ইতালি প্রবাসীদের রেকর্ড
ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি
টিকা না পেয়ে পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ