• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ১৫:০৬
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন যুবক
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করেছেন হৃদয় শেখ (২২) নামে এক যুবক।

রোববার (২ জুন) রাত আড়াইটার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন।

নিহত হৃদয় শেখ কালুখালীর রতনদিয়া আড়পাড়ার রফিক শেখের ছেলে।

মৃত্যুর আগে দেওয়া পোস্টে ওই যুবক লিখেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভূবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।’

এ বিষয়ে চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, ‘ওই যুবক রোববার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। হৃদয় দুটি বিয়ে করলেও তাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলেও লোকমুখে শুনেছি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা
পাথরঘাটায় স্কুলছাত্রীর আত্মহত্যা 
যে কারণে বিএনপিকে ধন্যবাদ জানালেন হাসনাত
স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর