• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ১১:২৩
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. হাশেম (৩৫)।

সোমবার (৩ জুন) উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে।

তিনি বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজের গাড়িচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সঙ্গে একই গ্রামের আবদুর রহমানের ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের বিরোধ চলে আসছিল।

গত ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এ বিষয়ে সোমবার সকালে স্থানীয়রা দু’পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। কিন্তু সোমবার বিকেলে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোকজনের ওপর হামলা করেন। এ সময় জহিরুলের সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. মোক্তার হোসেন।

তিনি বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
চট্টগ্রামে গাড়িতে ঝাঁপিয়ে পড়ে যুবক নিহত
মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত