• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ১২:০৪
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
টুটুল খান। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ এক আরোহী।

সোমবার (৩ জুন) বিকেলে সদরের কিরণগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল খান (২৬) সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মণ্ডলের ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন চুয়াডাঙ্গা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত