• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

ফজরের নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল ২ বৃদ্ধের

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ১৪:৩৫
ফজরের নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল ২ বৃদ্ধের
ছবি : সংগৃহীত

যশোরের শর্শায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বৃদ্ধ নিহত হয়েছেন। তাদের নাম নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স (৬৫)।

মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন।

আলী বক্স জাপান-বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে মসজিদে জামাতে নামাজ আদায় করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানার ওসি জয়ন্ত কুমার দাস।

তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না: জামায়াত আমির
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল