• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শের-ই বাংলা মেডিকেলে আগুন, পুড়েছে ওষুধ-স্যালাইন

আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ২১:৩৩
শেবাচিম
ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ওষুধ ও স্যালাইন আগুনে পুড়ে যায়।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে কর্মরতরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় রোগীরা আতঙ্কে নিচে নেমে আসে। অনেকেই সে সময় হাসপাতাল থেকে বেরিয়ে যায়।

হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হঠাৎ করে কিডনি ডায়ালাইসিস বিভাগের স্টোর রুমের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, ৬টা ২৮ মিনিটে সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা কিডনি বিভাগের ডায়ালাইসিস স্টোর রুমটি তালাবদ্ধ অবস্থায় পায়। এসময় ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। আমরা তালা কেটে স্টোর রুম খুলে আগুন নিভাই। ওই রুমে ওষুধ, স্যালাইন রাখা ছিল। কিছু পুড়েছে। বিদ্যুতের লাইনটি অনেক পুরোনো হওয়ায় শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ ঘটনায় উপপরিচালক মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে
মরার আগেই আগুন-ধোঁয়ার মিশ্রণে জীবন্ত মমি! 
ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে