• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

উপজেলা পরিষদ নির্বাচন

‌গফরগাঁওয়ের একটি কেন্দ্রে ২ ঘণ্টায় ২ ভোট

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ১২:১৬
‌গফরগাঁওয়ে ২ ঘণ্টায় ২ ভোট পড়েছে
ছবি : আরটিভি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এক ভোটকেন্দ্রের এক কক্ষে দুই বুথে দুই ঘণ্টায় দুই ভোট পড়েছে।

বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ১০টার দিকে পাগলা থানা এলাকার বাঁশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭ ও ৮ নম্বর বুথে এ ঘটনা ঘটে।

বাঁশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৫৫টি। এর মাঝে কেন্দ্রে দুই ঘণ্টায় ৪৭ ভোট কাস্টিং হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’

৭ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার রুহুল আমিন বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় নারী কক্ষে এক ভোট পড়েছে। যেমন ভোটার আসছে, ভোটও তেমনি নেওয়া হচ্ছে।’

একই কক্ষের ৮ নম্বর বুথের সহকারি প্রিজাইডিং হাবিবুর রহমান বলেন, ‘পুরুষ কক্ষে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত ১ ভোট পড়েছে।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলেও আশা করেন তিনি। এখন পর্যন্ত ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ৩৬১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ব্যালটে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ সর্বমোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১০ লাখ ৮৯ হাজার ৬২৭ জন।

এ বিষয়ে গফরগাঁও সহকারি রিটার্নিং কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘ভোট নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবানলের প্রভাবে অস্কার কার্যক্রমও স্থগিত, বাড়লো ভোটের সময়
এবার আর আগের মতো ভোট হবে না: সিইসি
‘কবর থেকে আজরাইলকে উপেক্ষা করে আজ ভোট দিতে এসেছি’
সাপ্তাহিক ছুটির দিনেও হওয়া যাবে ভোটার