• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ১৬:০৫
বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড 
ছবি : আরটিভি

প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন ছোট ভাই।

বুধবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে ছোট ভাই আরিফ আলীকে (২২) ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আরিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন বলেন, ‘আরফি আলীর বড় ভাই শরীফ আলি সৌদি আরবে থাকেন। প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে এসেছিলেন তিনি। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
লালপুরে ভুয়া চক্ষুচিকিৎসক ধরলেন শিক্ষার্থীরা
লালপুরে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষ, মা ও মেয়ে নিহত