• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, আহত ২৫

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১২:০৩
বাস
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সময় শাহপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মনির জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫ যাত্রী আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার দাবি
রাজধানীর বাসায় মিলল এক ব্যক্তির মরদেহ
প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা রেমিট্যান্স আনতে পারবেন
ভোট দেওয়ার অধিকার চান প্রবাসীরা