• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু, মা আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১৪:৫৩
শিবগঞ্জ থানা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় আব্দুর রহমান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুর চাচা ইউসুফ আলী জানান, সকালে আব্দুর রহমানকে নিয়ে তার বাবা-মা মোটরসাইকেলযোগে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া নানির বাড়ি যাচ্ছিলেন। এ সময় পারচৌকা এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে, শিশু আব্দুর রহমান মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মা শান্তি বেগমও পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার