• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

খালে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ০৯:৩৬
ছবি : আরটিভি

কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহ ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ মৌলবী পাড়াস্থ ট্রেনের লাইনের একটি ব্রিজের মুখের খালে জাল ফেলেন, এ সময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। মরদেহ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে ভাই বোনকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় ট্রেনের ব্রিজের মুখের একটি ডোবা খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবা খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রামু থানা পুলিশের ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
কবরস্থানের দেয়ালধসে শিশুর মৃত্যু, আহত ৬
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু