শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরত আনতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’
ঠাকুরগাঁও শহরের পরিষদ পাড়ায় শ্বশুরবাড়িতে সতীষ ঋষি (২৯) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুন) সকালে শ্বশুরবাড়ির পাশে একটি লিচু গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সতীষ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার পুরিহালপুর গ্রামের বাবুল ঋষির ছেলে।
সতীয় ঋষির স্ত্রী আলো ঋষি বলেন, ‘বেশ কিছুদিন থেকে আমি বাবার বাড়িতে অবস্থান করছি। আমাকে নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী ঠাকুরগাঁয়ে আসে। আমি স্বামীর বাড়ি যেতে না চাইলে রাত ৯টার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।’
তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ।
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বোঝা যাবে।’
মন্তব্য করুন