• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ২২:০৫
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে এগারসিন্দুর গোধূলি ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. রুকন মিয়া (৫৫)।

শুক্রবার (৭ জুন) দুপুরে সরারচর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রুকন মিয়া বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পিপড়াদী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস।

তিনি বলেন, ‘দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।’

এদিকে কি‌শোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর আনুমানিক ২টার দিকে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুকন মিয়ার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া বলেন, ‘সরারচর স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। খবর পেয়ে নিহতের পরিবার এসে শনাক্ত করলে আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দর ও চিকন হতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ইসকনের প্রার্থনালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
পাগলা মসজিদে চার ঘণ্টায় পাওয়া গেল যত টাকা 
পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৯ বস্তা টাকা, চলছে গণনা